নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হকও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি কূটনৈতিক সৌজন্য ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয়
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১ বার
বিজ্ঞাপন

Leave a Reply