হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক: তারেক রহমানের নির্দেশনায় নির্বাচন প্রস্তুতি আলোচনা

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৮৯ বার


নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, “এবারের নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে এটা ধরে নিয়েই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।”
এর আগে দিনভর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিকেলে এমন বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, “তারেক রহমানের ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা আসন্ন নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলের দিকে এগিয়ে নেবে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!