হোম / জাতীয়
জাতীয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস শুরু

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৬৫ বার


ঢাকা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন। দুপুরে তিনি কার্যালয়ে পৌঁছান এবং সেখানে দলের শীর্ষ নেতৃত্ব তাকে অভ্যর্থনা জানান।
অভ্যর্থনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবীর রিজভী প্রমুখ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, তারেক রহমানের কার্যালয়ে আগমন দলকে নতুন উদ্দীপনা দেবে।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় লাখ লাখ নেতা-কর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব সমাবেশ হয়েছে। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সারা দেশ থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই প্রত্যাবর্তন এবং কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করার মাধ্যমে বিএনপির কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার হবে বলে দলীয় নেতৃত্বের আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!