হোম / জাতীয়
জাতীয়

বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় পরিবর্তন আসছেআসন বণ্টন নিয়ে টানাপোড়েন, শরিকদের সঙ্গেও চলছে সমঝোতা

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২৫৭ বার

নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রথম দফায় ২৩৭টি ও দ্বিতীয় দফায় ৩৬টি—মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এসব আসনের অন্তত ১৩ থেকে ১৭টিতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন শরিক দলের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় আরও কয়েকটি আসনে সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে প্রার্থিতা পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণফোরাম, গণঅধিকার পরিষদ এবং নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতাদের আসন নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।

ঢাকা-৮ ও ঢাকা-১২ আসনে জটিলতা

গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস প্রার্থী হওয়ায় তিনি ঢাকার আরেকটি আসন—ঢাকা-১২—কে লক্ষ্য করছেন। এই আসনে বিএনপির সাইফুল আলম নীরব মনোনীত হলেও তাঁকে রাখবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মনে করছেন, নীরবের বিরুদ্ধে চার শতাধিক মামলা ও পূর্বের অভিযোগ বিবেচনায় বিকল্প ভাবনার সুযোগ আছে। আবার দলের আরেক নেতার মতে, নীরব বহু বছর ধরে দলে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন—তাই তাঁকে মনোনয়ন না দেওয়াও কঠিন সিদ্ধান্ত হবে।

শরিকদের দাবিতে চাপে বিএনপি

বুধবার ও বৃহস্পতিবার গুলশানে বিএনপির দফায় দফায় বৈঠকে শরিকদের দাবি নিয়ে আলোচনা হয়। সাইফুল হক জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং শনিবার গুলশানে আবার বৈঠক হবে।

১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা বলেন, “আন্দোলনে একসঙ্গে ছিলাম, নির্বাচনেও একসঙ্গে থাকতে হবে।”
নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি একেএম আশরাফুল হক বলেন, “সমন্বিত নির্বাচনি প্রক্রিয়াই প্রয়োজন। জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

২৫টি আসনে সমঝোতার সম্ভাবনা

বিএনপির নীতিনির্ধারকরা জানান, যুগপৎ শরিকদের জন্য সর্বোচ্চ ২৫টি আসন ছাড়ার বিষয়ে আলোচনা হচ্ছে। এই কারণে বিএনপি এসব আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী না-ও দিতে পারে।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের ভেতরেও আসন বণ্টন নিয়ে কিছুটা জটিলতার আশঙ্কা রয়েছে। এমনকি জোটে ভাঙনের ঝুঁকিও দেখছেন কয়েকজন নেতা। এদিকে জামায়াতও বিভিন্ন দলের সঙ্গে নীরবে নির্বাচনি সমঝোতার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

চূড়ান্ত তালিকা শিগগিরই

তফসিল ঘোষণার পর বিএনপি দুই দফায় মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতে জানান, এগুলো প্রাথমিক তালিকা—চূড়ান্ত তালিকা আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।”

সব মিলিয়ে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে দলটির অভ্যন্তরে এবং শরিকদের সঙ্গে ব্যাপক সমন্বয় প্রক্রিয়া চলছে। শনিবারের বৈঠকের পর আসন বণ্টন ও চূড়ান্ত মনোনয়ন তালিকা বিষয়ে আরও স্পষ্ট ঘোষণা আসতে পারে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!