হোম / শিল্প-সাহিত্য
শিল্প-সাহিত্য

বাংলা একাডেমি ঘোষণা করলো ২০২৫ সালের ৮টি সাহিত্য ও বিজ্ঞান পুরস্কার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩১৪৬ বার

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমি চলতি বছরের ৮টি পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ীরা ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত হবেন।

পুরস্কারপ্রাপ্তরা ও তাদের অর্জনসমূহ এক নজরে:

মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার: অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণায়) – ১ লাখ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার: খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায়) – ১ লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার: সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক অবদান) – ১ লাখ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার: হাফিজ রশিদ খান (নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য গবেষণায়) – ১ লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার: তারিক আনাম খান (অভিনয়, নাট্য-নির্দেশনা ও সংগঠন) – ১ লাখ টাকা।

আবু রুশ্দ সাহিত্য পুরস্কার: শিবব্রত বর্মন (অনুবাদ-সাহিত্যে অবদানের জন্য) – ১ লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার: সফিক ইসলাম (গণিতকে সহজবোধ্যভাবে উপস্থাপনের জন্য) – ৫০ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫:
১) সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদান) – ২ লাখ টাকা।
২) আনিসুর রহমান (৪৯ বছরের নিচের লেখকদের মধ্যে ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য) – ১ লাখ টাকা।

বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, এ পুরস্কারগুলো সাহিত্য ও বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণা জোগাবে এবং লেখক ও গবেষকদের স্বীকৃতি দেবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!