হোম / জাতীয়
জাতীয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭০৯ বার


নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ ও আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দীর্ঘদিনের বর্ণাঢ্য আইন ও বিচারিক জীবনের অধিকারী। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আইনজ্ঞ ও সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!