হোম / অপরাধ
অপরাধ

বাঁশখালীতে ঘুষের অভিযোগে পরিবার পরিকল্পনা অফিস সহকারী আটক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬ বার


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষ গ্রহণের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলম (৪৮)–কে দুদক আটক করেছে। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বুধবার (১৪ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। দুদকের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তদন্তে জানা গেছে, চাকরি থেকে অবসর নেওয়ার পর চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদ তার অফিসিয়াল কাগজপত্র ট্রেজারিতে পাঠানোর প্রক্রিয়ায় অফিস খরচের নামে ৯০ হাজার টাকা দাবি করেছিলেন শাহ আলম। প্রথমে ভুক্তভোগী ব্যাংক চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা প্রদান করেন, পরে আরও ২০ হাজার টাকা নগদ নেওয়া হয়। অভিযানকালে দুদক শাহ আলমের ড্রয়ার থেকে ওই নগদ টাকা উদ্ধার করে। পাশাপাশি তার কক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রও জব্দ করা হয়।
ভুক্তভোগী মোসাদ্দের মাসুদ অভিযোগ করেন, “নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে আমি ব্যাংক চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা দিয়েছি।”
বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার গণমাধ্যমকে বলেন, “অফিস সহকারী হিসেবে তার এমন আচরণ আগে কখনো নজরে আসেনি। বিষয়টি বিস্তারিত তদন্তের প্রয়োজন।”
অভিযানকালে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক রিয়াস উদ্দিন, সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এবং টিমের অন্যান্য সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
এই অভিযান স্থানীয় প্রশাসন ও দুদকের সমন্বয়ে কর্মদক্ষতা এবং দুর্নীতি প্রতিরোধে নেওয়া কার্যকর উদ্যোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!