ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ) দিনব্যাপী এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব টি. এম. এ. মমিন। শিক্ষার্থীদের মাঝে তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রতিবছরের ন্যায় এবারও ধারাবাহিকভাবে নবম বছরে মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, প্রাইজ বন্ড, খাবারের প্যাকেট, শীতবস্ত্র (কম্বল), শিক্ষাসামগ্রী বই ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। মেধা ও শৃঙ্খলার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপসচিব টি. এম. এ. মমিন বলেন,
“গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। সঠিক দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এই ধরনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে অভিভাবক ও শিক্ষকরা মত প্রকাশ করেন। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে বলদিয়া ইউনিয়নে শিক্ষাবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কুড়িগ্রাম
বলদিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৫১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ, ১৫ জন স্বাস্থ্য সেবককে ৫ দিনের প্রশিক্ষণ
5 hours আগে
ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি—– চরমোনাই পীর
5 hours আগে

Leave a Reply