হোম / অপরাধ
অপরাধ

বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৪৩ বার


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২৬ ডিসেম্বর রাতে ডিবি নওগাঁর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন হাশিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টার দিকে লিটন মন্ডলের বাড়ির সামনে মাদক বিক্রির প্রস্তুতিকালে অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী লিটন মন্ডল (৪২), পিতা—জিন্না মন্ডল, সাং—হাশিমপুর, থানা—বদলগাছী, জেলা—নওগাঁকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন—অনিক (২০), পিতা ভবেশ চন্দ্র, সাং তেজাপাড়া; আসিক চন্দ্র বর্মন (২০), পিতা রঞ্জিত চন্দ্র, সাং সাদিসপুর; পনি চন্দ্র বর্মন (২১), পিতা নিহার রঞ্জন বর্মন এবং জয়ন্ত রায় (২১), পিতা আনন্দ রায়—উভয়ের সাং মুক্তিনগর, থানা বদলগাছী, জেলা নওগাঁ।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বদলগাছী এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচার সঙ্গে জড়িত ছিল এবং নিজেরাও মাদক সেবনের মাধ্যমে এলাকায় অশান্তি সৃষ্টি করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!