নিউজ ডেস্কঃ
নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক উদ্যোগে বিভিন্ন বয়সী শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে উপস্থিত অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সাধারণ চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস, রক্তচাপ, শিশুরোগ, নারীস্বাস্থ্য এবং অন্যান্য সাধারণ শারীরিক সমস্যার চিকিৎসা দিয়েছেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া, উপস্থিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা স্থানীয় মানুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ, দিকনির্দেশনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। তারা বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সব শ্রেণির মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।”
স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন। শেরপুর গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের মতো গ্রামবাসীর জন্য এই ধরনের ক্যাম্প খুবই প্রয়োজন। আমরা চিকিৎসক ও ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞ।”
ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করেছে। তারা আরও জানিয়েছে, শুধুমাত্র চিকিৎসা নয়, মানুষকে স্বাস্থ্য সচেতনতা ও সঠিক জীবনযাপন সম্পর্কে শিক্ষিত করাও এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
লাইফস্টাইল
বদলগাছীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: সুবিধাবঞ্চিত শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৭২ বার
বিজ্ঞাপন

Leave a Reply