ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকায় সার্বজনীন কালি মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দিরটির ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গজেরকুটি সার্বজনীন কালি মন্দির নির্মাণের মাধ্যমে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুসংগঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply