উত্তর ২৪ পরগনা প্রতিনিধি:
প্রান্তিক গ্রামেও যে সমৃদ্ধ সাহিত্যচর্চা সম্ভব—তা না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু সেই বিশ্বাসই বাস্তবে রূপ নিল গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার প্রান্তিক গ্রাম মানিকতলার পল্লীতে। গ্রাম্য পরিবেশে খোলা মঞ্চে অনুষ্ঠিত হলো ‘মুক্তমনের আড্ডা’ সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠান।
মুক্তমনের আড্ডা পরিবারের কর্নধার তরুণ দাসের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও ছড়াকার ভার্গব বিন্দাস। আয়োজকদের অনুরোধে তিনি অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন। গ্রামীণ আবহে এমন পরিপাটি ও মনোজ্ঞ সাহিত্যসভা দেখে তিনি অভিভূত ও আপ্লুত হন।
অনুষ্ঠানে ভার্গব বিন্দাস মুক্তমনের আড্ডা পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো—অনুষ্ঠানে প্রকাশিত বহুমুখী ছড়া সংকলনটি তাঁর নামেই উৎসর্গ করা হয়, যা অনুষ্ঠানের গুরুত্ব ও আবেগকে আরও গভীর করে তোলে।
স্থানীয় কবি-লেখক ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, শহরের গণ্ডি পেরিয়ে প্রান্তিক গ্রামগুলোতেও সাহিত্যচর্চার এমন আয়োজন নতুন প্রজন্মকে বই ও সৃজনশীলতার দিকে আকৃষ্ট করবে।
এই আয়োজন প্রমাণ করল—সাহিত্য শুধু শহরের ড্রইংরুমে সীমাবদ্ধ নয়, বরং প্রান্তিক গ্রামের মাটিতেও তার গভীর শিকড় রয়েছে। ‘মুক্তমনের আড্ডা’র এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা সাহিত্যের পরিসরে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল।

Leave a Reply