হোম / জাতীয়
জাতীয়

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার প্রতিবাদে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৭৭০ বার


খুলনা প্রতিনিধিঃ
দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রেস ক্লাবের সামনে ‘খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
লেখক, সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলা কোনো একটি গণমাধ্যমের বিরুদ্ধে নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত। তাঁরা বলেন, আজ সাংবাদিকরা কোনো নির্দিষ্ট পত্রিকার পক্ষে নয়—সত্য, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ একটি সুপরিকল্পিত অপচেষ্টা, যার লক্ষ্য ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়া। তাঁদের ভাষায়, ‘কোনো গণমাধ্যমের ওপর আঘাত মানেই আমাদের হৃদয়ে আঘাত। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলা মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার ওপরও আঘাত।’
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, অতীতেও সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর তাঁরা আশা করেছিলেন, আর রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে না। কিন্তু ফ্যাসিবাদী আচরণ ও মানসিকতার অবসান হয়নি। তাঁরা বলেন, ফ্যাসিবাদ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়—যেখানে এই মানসিকতা বিরাজ করবে, সাংবাদিকরা তার বিরুদ্ধেই আগের মতো সোচ্চার থাকবেন।
বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে এবং এর নেপথ্যে কারা নেতৃত্ব দিয়েছে, তা প্রকাশ করতে হবে। ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও সঠিক বিচার নিশ্চিত না হলে বর্তমান সরকার ব্যর্থ প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন তাঁরা।
মানববন্ধনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, বর্তমান বাস্তবতায় নিজেদের নিরাপত্তা অনেকটাই সাংবাদিকদের নিজেদেরই নিশ্চিত করতে হচ্ছে। দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাংবাদিক পরিচয়ে আরও সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)-এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলুসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে স্তব্ধ করার এই চেষ্টা রাষ্ট্র ও সমাজের জন্য গভীর অশনিসংকেত। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাস আরও বাড়বে বলে তাঁরা সতর্ক করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!