নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না—এমন কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (০৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচন কমিশনের জারি করা নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এ ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি বিধিমালা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে সকল প্রকার নির্বাচনি প্রচারণা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রাম
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা নয়—ইসির কঠোর নির্দেশনা
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৩৯৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply