খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১১টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ৩ বিজিবির লোগাং জোনের আওতাধীন লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ি উপজেলার হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ চোরাচালানে জড়িত একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার বাসিন্দা লিফ চরণ চাকমার ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে একটি বড় ধরনের চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।
একই দিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্দকৃত গরুগুলো আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আটক ব্যক্তি ও ভারতীয় গরুগুলো থানায় গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরাধ
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৪৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply