হোম / অপরাধ
অপরাধ

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বহিষ্কৃত সাবেক শিবির নেতা আটক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৭৭ বার
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বহিষ্কৃত সাবেক শিবির নেতা আটক
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বহিষ্কৃত সাবেক শিবির নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বহিষ্কৃত সাবেক শিবির নেতা আটক
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বহিষ্কৃত সাবেক শিবির নেতা আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবক আটক হয়েছেন। তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পাটগ্রাম থানায় বিজিবি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে করে সোপর্দ করেছেন। এর আগে ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন।
অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আতিক হাসানের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা বলেন, “আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।”
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানকে থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় দিয়েছেন। তাকে ইতোমধ্যে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!