হোম / জাতীয়
জাতীয়

পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরতে পারবে না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৫৭৪ বার

নিউজ ডেস্কঃ
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির সব অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস বা রক্তপাত ঘটিয়ে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসতে পারবে না।

তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণদের রক্ষা করতে পারলেই দেশ ও মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বুঝে গেছে—এই অস্ত্রহীন, ভীতিহীন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকা তরুণরাই তাদের পুনরুত্থানের পথে সবচেয়ে বড় বাধা। সাধারণ চেহারার এই ছেলেমেয়েদের নিয়েই তাদের গভীর ভয়।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে পথের বাধা সরিয়ে নিজেদের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা নানা কৌশল অবলম্বন করছে। চোরাগোপ্তা হত্যার মতো অপতৎপরতা তারই একটি দৃষ্টান্ত। সামনে আরও কঠিন পরিকল্পনা নিয়ে তারা প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে ড. ইউনূস বলেন, আর মাত্র দুই মাস বাকি। এই সময় সবাইকে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে হবে। দেশের কিশোর-কিশোরী ও তরুণরা ভয়ডরহীনভাবে নির্বাচনের আগের প্রতিটি দিনকে উৎসবে পরিণত করবে এবং সব ধরনের সহিংসতা ও কোন্দল থেকে দেশকে রক্ষা করবে।

ভাষণের শেষভাগে তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পুরনো দাসত্বের শৃঙ্খল ভেঙে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!