নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজন চোরাকারবারীসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক করেছে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খঞ্জনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. পিন্টু মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫১ এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার খঞ্জনপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পুরিয়া ভারতীয় গাঁজা এবং একটি মোবাইল ফোনসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. বাবুল (৪৫), পিতা মো. তাউজুল, গ্রাম শামপুর, থানা পত্নীতলা, জেলা নওগাঁ এবং মো. রিপন (২৮), পিতা মো. আমিনুল ইসলাম, গ্রাম ধুপিপাড়া, থানা ও পোস্ট পার্বতীপুর, জেলা দিনাজপুর। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৯০২ টাকা ৫০ পয়সা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান আগের মতোই কঠোর ও অব্যাহত থাকবে।
অপরাধ
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে দুই চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply