নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি (পত্নীতলা ব্যাটালিয়ন)।
বিজিবি সূত্র জানায়, অদ্য ৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৪-আর থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলার বটতলী হাড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ মোঃ মিজানুর রহমান (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মিজানুর রহমান উপজেলার বিদিরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মোখলেছর রহমান। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ
পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ চোরাকারবারি আটক
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৩৬৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply