হোম / অপরাধ
অপরাধ

নোয়াখালীর হাতিয়ায় জমি বিরোধে বন্দুকযুদ্ধে নিহত ৫

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬৫ বার


নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর হাতিয়ায় চর আতাউর ও ঝাগলার চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জাগলার চর এলাকায়।
হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জাগলার চরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরপরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও চরের জমি দখলে নিতে তৎপর হয়ে ওঠে এবং আরও বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!