নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনে অংশ না নেওয়ার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, “কে নির্বাচন করবে, কে করবে না, কেন করবে না—এগুলো ব্যক্তিগত বিষয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বলার কিছু নেই।”
এ সময় তিনি আরও বলেন, “নিরাপত্তা একটি বড় বিষয়। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে বললেও, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। কেন তিনি নির্বাচন করবেন না, সাংবাদিকরা অনুসন্ধান করলে তা বের হয়ে আসবে।”
এর আগে বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নিটওয়্যার খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা।

Leave a Reply