হোম / জাতীয়
জাতীয়

নির্বাচনের আগে অনুদান-ত্রাণ বিতরণে কড়াকড়ি, আচরণবিধি মানতে নির্দেশ ইসির

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮৪ বার

নিউজ ডেস্কঃ
সংসদ নির্বাচনের মাত্র দুই বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের আগে সরকারি অনুদান, ত্রাণ বিতরণ ও উন্নয়ন কার্যক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আচরণবিধি তুলে ধরে স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দিয়েছে কমিশন।
চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়—অর্থাৎ নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত—কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা, বরাদ্দ প্রদান কিংবা অর্থ অবমুক্ত করতে পারবেন না।
এ ছাড়া নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি বা সুযোগ-সুবিধা—যেমন অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি ইত্যাদি—নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীকেও কোনো অবস্থাতেই নির্বাচনি কাজে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রার্থী সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবেন না। একই সঙ্গে অনুদান ও ত্রাণ বিতরণ থেকেও বিরত থাকতে হবে।
তবে ইতোপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত করা বা বিতরণ একান্ত প্রয়োজন হলে নির্বাচন কমিশনের পূর্বানুমতি নিতে হবে। এসব নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কমিশন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নতুন করে কোনো ধরনের অনুদান বা ত্রাণ বিতরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগে থেকে চলমান কার্যক্রম অব্যাহত রাখা যাবে। জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ বিতরণ করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে, মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিপিবি) এবং ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় নতুন কোনো কার্যক্রম নেওয়া যাবে না। তবে বর্তমানে পরিচালিত কার্যক্রম চালু থাকবে।
এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটিকেও নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে ইসি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!