হোম / সারাদেশ
সারাদেশ

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১১৫১৭ বার
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর মদনগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদনগঞ্জ ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আব্দুল মতিন চাঁদপুরী। তিনি দেশ ও দেশের মানুষকে সেবায় নিয়োজিত থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা ও সার্বিক কল্যাণের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতারা, সংসদীয় ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা, যার মধ্যে ছিলেন আবু জাফর আহমেদ বাবুল, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবুল কাওসার আশা এবং আরও অনেকে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!