হোম / অপরাধ
অপরাধ

নাগেশ্বরীর সীমান্তে ৭২ ঘণ্টার অভিযানে বিজিবির বড় সাফল্য: গবাদিপশু ও মাদকসহ চোরাচালানি জব্দ

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৮১ বার


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নাগেশ্বরীসহ একাধিক স্পর্শকাতর পয়েন্টে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পাশাপাশি চিনি, ফুচকা, কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি সামগ্রীও উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!