হোম / সারাদেশ
সারাদেশ

নাগেশ্বরীতে ১০০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার আটক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৯৩৫৪ বার

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই কারবারি


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি এলিয়েন প্রাইভেটকার আটক করেছে পুলিশ। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সাব-ইনস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন এবং এএসআই নির্মল কুমার।

অভিযানকে সফল করতে সার্বিক নির্দেশনা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।

অভিযানের সময় গাড়ির মালিকসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতাঃ মৃত বাদল মোল্লা, গ্রামঃ কামারহাটী (তেনাচুরা), থানাঃ লালপুর, জেলাঃ নাটোর এবং মোঃ সুরুজ আলী (৩১), পিতা মৃত আজাহার আলী, গ্রামঃ মিস্ত্রীপাড়া, থানাঃ বাগাতিপাড়া, জেলাঃ নাটোর।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ওসি মোঃ আবদুল্লা হিল জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং মাদকমুক্ত নাগেশ্বরী গড়তে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!