হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

নাগেশ্বরীতে সাইলেন্ট হ্যান্ডস সপোর্ট সোসাইটির উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২২ বার
নাগেশ্বরীতে সাইলেন্ট হ্যান্ডস সপোর্ট সোসাইটির উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ
নাগেশ্বরীতে সাইলেন্ট হ্যান্ডস সপোর্ট সোসাইটির উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ


এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আশার মোড় কবিরেরভিটা তানযীমুল উম্মাহ বালিকা মাদ্রাসায় শীতবন্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার আশার মোড় কবিরেরভিটা এলাকায় গরীব, অসহায়, দুস্থ্য ও শীতার্থ শিক্ষার্থীদের মঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। অপরদিকে কাশীপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর গ্রামের বেড়াকুটি বাজারের পশ্চিমে আবাসন এলাকায় শীতার্থ মানুষের মাঝে ঢাকা সাইলেন্ট হ্যান্ডস সপোর্ট সোসাইটির উদ্যোগে প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, আল সাহারিয়ার সুইট, ভাসানী, মুফতি শহিদুল ইসলাম, সাংবাদিক এম সাইফুর রহমান। কম্বল বিতরণ অনুষ্ঠানে তারা বলেন, শীত মৌসুমে দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। সমাজের সামর্থবানরা এভাবে এগিয়ে আসলে শীতার্থ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। ভবিষ্যতে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি সংস্থা এ ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!