হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

নাগেশ্বরীতে শীতার্ত মানুষের মাঝে আলফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৫০ বার
নাগেশ্বরীতে শীতার্ত মানুষের মাঝে আলফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ
নাগেশ্বরীতে শীতার্ত মানুষের মাঝে আলফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা গ্রামে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এম সাইফুর রহমানের নিজ বাসভবনে যুবাইদ হাসান ও ইবতেসাম আহমেদের অর্থায়নে আলফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুফতি মাওলানা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হজরত আলী, জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোছাঃ ফাতেমা বেগম, সমাজসেবক আঃ জবাব এবং সাংবাদিক এম সাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবানদের এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। ভবিষ্যতেও আলফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!