হোম / জাতীয়
জাতীয়

নাগেশ্বরীতে বিএনপি নেতাদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে মিছিল-সমাবেশ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩৫৫০ বার

শফিকুল ইসলাম শফি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপি নেতাদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মিছিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম–৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর গণসংযোগকালে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। নেতাকর্মীরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর নবী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আজহারুল ইসলাম আল–আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কায়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক ও সদস্য সচিব আল–আমিন রবি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!