শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তুরুটি ফোজ ক্লাবের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। এ সময় আরও উপস্থিত ছিলেন তুরুটি ফোজ ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, প্রভাষক আল আমিন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপ মন্ডল, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এবং সহকারী শিক্ষক কানিছ ফাতেমা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
কুড়িগ্রাম
নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৬৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
52 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
57 minutes আগে

Leave a Reply