নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রামের নারীদের গোপনে গোসল ও কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় দায়ের হওয়া পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মোঃ সুমন বাপ্পিকে (২৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রংপুর জেলার কাউনিয়া থানার রেলগেট সংলগ্ন পাকা সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় নাগেশ্বরী থানায় মামলা নং-১২, তাং ১৮ নভেম্বর ২০২৫ দায়ের হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান নাগেশ্বরী থানার চৌকস সাব-ইনস্পেক্টর নাদিম মাহমুদ।
এসআই নাদিম মাহমুদ জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রংপুর–কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাউনিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে পাকা রাস্তা থেকে পলাতক আসামি সুমন বাপ্পিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
গ্রেপ্তার সুমন বাপ্পি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোদ্ধনের কুটি (চাকের কুটি) গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান ও মোছাঃ আমিনা বেগমের ছেলে।
পুলিশ আরও জানায়, আসামির বিরুদ্ধে নারীদের গোপনীয়তার লঙ্ঘন, গোপনে ভিডিও ধারণ, সংরক্ষণ ও তা ব্যবহার করে ব্ল্যাকমেইলের মতো গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। ভুক্তভোগীরা আশা করছেন, এই গ্রেপ্তার ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে ভূমিকা রাখবে।
জাতীয়
নারীদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল—নাগেশ্বরীতে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি সুমন বাপ্পি গ্রেপ্তার
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৬৪১৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply