নিউজ ডেস্কঃ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ মঙ্গলবার আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠন। দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এই বিক্ষোভের ডাক দিয়েছে।
বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই হাইকমিশনের প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, “যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য ব্যারিকেড বসানো হয়েছে এবং বাহিনী মোতায়েন করা হয়েছে।”
আন্তর্জাতিক
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২২৭৩ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply