নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিনেই অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ আইন কলেজের একদল ছাত্রী। বুধবার (১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার এলাকা, চাষাড়া মসজিদ রেললাইন সংলগ্ন স্থান ও জিয়া হলের সামনে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই উদ্যোগে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা। তার সঙ্গে ২০২২ ব্যাচের শিক্ষানবিশ ছাত্রী শান্তা, লতা রানী দাস, স্মৃতি, লিজা ও চম্পা একসঙ্গে অংশ নেন। নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে তারা ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। সেই হাসি দেখে আনন্দ ও তৃপ্তি অনুভব করেন আইন কলেজের ছাত্রীদের দলটি। উপহার বিতরণ শেষে তারা কিছু সময় একসঙ্গে বসে গল্পগুজব করেন এবং ফুচকা, চিপস, সেভেন আপ ও চা খেয়ে সময় কাটান।
এ সময় ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন, “অসহায় মানুষের হাসিমাখা মুখ দেখে যে শান্তি ও আত্মতৃপ্তি পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। খুব সামান্য উপহার হলেও মানুষের মুখে খুশি দেখতে পেরে মনে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সামান্য সহযোগিতার হাত বাড়াই—রোজার সময়, ঈদে, শীত বা বন্যার সময়—তাহলে দেশের অনেক মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
তিনি আরও বলেন, “আজ এই ভালো কাজে বান্ধবীদের পাশে পেয়ে আমি খুবই খুশি। সবাই মিলেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমরা এমন মানবিক কাজ চালিয়ে যেতে পারি—এই প্রত্যাশা করি।”
মানবতা ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে ইভা বলেন, “শীত এলেই দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবতা ও ইসলামের দাবি। আগের মতো সেই উৎসাহ আজ কিছুটা কমে গেলেও বসে থাকলে চলবে না। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র, খাবার বা সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত। আইন কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতি আমার অনুরোধ—সবসময় যেন আমরা মানবিক ও কল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধভাবে যুক্ত থাকি।”
স্থানীয়রা আইন কলেজের ছাত্রীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন বছরের শুরুতেই এমন সামাজিক কাজে যুক্ত হওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।
কুড়িগ্রাম
নতুন বছরের শুরুতে অসহায় মানুষের পাশে আইন কলেজের ছাত্রীদের মানবিক উদ্যোগ
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply