হোম / জাতীয়
জাতীয়

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৯৯ বার


নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬ নওগাঁ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন মোস্তাফিজুর রহমান।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক আলী সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে মোস্তাফিজুর রহমান নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভালোবাসার মাধ্যমে ভোটারদের মন জয় করেই বিজয় অর্জন করতে হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!