হোম / জাতীয়
জাতীয়

নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৮২ বার


নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোমানা রিয়াজের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে অধ্যক্ষ মাহবুবুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের (তরুণ), পোরশা উপজেলা জামায়াতের আমীর সাগর আলীসহ সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যক্ষ মাহবুবুল আলম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে বলে প্রত্যাশা জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!