হোম / অপরাধ
অপরাধ

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ট্যাবলেট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫২২ বার


নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) জেলা গোয়েন্দা শাখা মাদকবিরোধী এই দুটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বদলগাছী থানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যক্ত একটি ইটভাটার ভেতর থেকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী মিজু আহমেদ (২৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। মিজু আহমেদের পিতার নাম আইজুল, তিনি বদলগাছী উপজেলার বাসিন্দা।
একই দিনে দ্বিতীয় অভিযানে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকা থেকে মজিদ (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সন্দেহজনক গতিবিধির কারণে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মজিদের পিতার নাম চান মিয়া, তিনি হলুদ বিহার গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বদলগাছী থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!