নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন না পেয়ে নওগাঁ জেলায় বিএনপির ছয়জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো কোনো আসনে দলীয় প্রার্থীর বিপরীতে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনে ভোটের সমীকরণে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলীয় নেতা-কর্মীরা।
নওগাঁ জেলায় ১১টি উপজেলা নিয়ে মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নওগাঁ-২ ও নওগাঁ-৪ আসন ছাড়া বাকি চারটি আসনে দলীয় প্রার্থীর বিপরীতে বিএনপির মনোনয়নবঞ্চিত ছয়জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হওয়া নেতাদের দাবি, কর্মী-সমর্থকদের চাপ ও অনুরোধেই তারা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ছয়টি সংসদীয় আসনে মোট ৫৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছে ৪১টি।
আসনভিত্তিক মনোনয়নপত্র জমার চিত্র অনুযায়ী—নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে ৮ জন, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে ৬ জন, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে ৮ জন, নওগাঁ-৪ (মান্দা) আসনে ৭ জন, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে ৭ জন এবং নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নওগাঁর ছয়টি আসনেই বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর ছয়টির মধ্যে পাঁচটি আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা আন্দোলনে নামেন। এরপরও দলীয় মনোনয়ন না পেয়ে নয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ছয়জন শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
দলীয় একটি সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। তবে সব প্রার্থী নির্বাচনে থাকলে ভোটের মাঠে প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
নওগাঁ
নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে ছয় বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৬৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply