মানিকগঞ্জ প্রতিনিধিঃ
দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বিষয়টি পুনরায় পর্যালোচনার জন্য আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আবার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে আফরোজা খানমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও যাচাই-বাছাই প্রয়োজন বলে মনে করে কমিশন। সে কারণে আপাতত মনোনয়নপত্র স্থগিত রেখে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও এলাকার ভোটাররা।
কুড়িগ্রাম
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
5 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
5 hours আগে

Leave a Reply