নিউজ ডেস্কঃ
দেশে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক ‘এমডিএমবি’ নামক নতুন ধরনের মাদক জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূল হোতাসহ জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৪০ মিলি এমডিএমবি, গাঁজার চকলেট, ভেপ ডিভাইস, ই-লিকুইড এবং এমডিএমবি বিক্রির জন্য রাখা খালি কন্টেইনার।
শুক্রবার সকালে অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো: হাসান মারুফ।
গ্রেফতাররা হলেন:
- পাবনার আকরামুল কবিরের ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬),
- সাতক্ষীরার মো: আব্দুল গফফারের ছেলে মেহেদী হাসান রাকিব (২৬),
- ঢাকার মো: মতিউর রহমানের ছেলে ও বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ও মার্কেটিং কর্মকর্তা মো: মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭),
- ঢাকার মো: শামসুল ইসলামের ছেলে, সম্প্রতি ভারতে পড়াশোনা শেষে দেশে ব্যবসা শুরু করা মো: আশরাফুল ইসলাম (২৫)।
মো: হাসান মারুফ জানান, সিনথেটিক ক্যাটাগরির এই নতুন মাদক এতটাই ভয়ঙ্কর যে মাত্র দুই ফোটা লিকুইড কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের স্নায়ুতন্ত্রকে বিপর্যস্ত করতে পারে। মূলত ই-সিগারেট ও ভেপসের মাধ্যমে গ্রহণ করা হয় এই মাদক।
ডিজি আরও বলেন, দেশে ই-সিগারেট বৈধ হওয়ায় এর ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবহারকারীরা অনেক সময় বুঝতে পারছেন না কোন ই-সিগারেটের লিকুইডের সঙ্গে এমডিএমবি মিশানো আছে।
তিনি জানান, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে এই মাদকের সঙ্গে আরও একাধিক ব্যক্তির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে তাদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply