হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দেশবিরোধী অপপ্রচার রোধে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫৬৩ বার
দেশবিরোধী অপপ্রচার রোধে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি
দেশবিরোধী অপপ্রচার রোধে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি

নিউইয়র্ক প্রতিনিধি
দেশবিরোধী অপপ্রচার ও সামাজিক অবক্ষয় রোধে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ (পিওবি)। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ ডিসেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এ স্মারকলিপি জমা দেন পিওবির চেয়ারম্যান আবদুল কাদের। স্মারকলিপিটি গ্রহণ করেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় সিনিয়র সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একতরফাভাবে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার চললেও বাংলাদেশি চ্যানেল ভারতে—even কলকাতাতেও—প্রচার করার সুযোগ পায় না। অথচ বাংলাদেশে সম্প্রচারিত অনেক ভারতীয় চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছে এবং এমন অনুষ্ঠান প্রচার করছে, যা এ দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

স্মারকলিপি প্রদানকালে পিওবির চেয়ারম্যান আবদুল কাদের বলেন, বর্তমানে ভারতীয় টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবারদের একটি অংশও বাংলাদেশবিরোধী প্রচারণায় সক্রিয়। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তি করছে এবং দেশের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব মাধ্যমে প্রচারিত রাজনৈতিক আলোচনা ও তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণ সমাজকে বিভ্রান্ত করছে এবং অপসংস্কৃতির বিস্তার ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, অস্থিরতা ও সামাজিক অবক্ষয়ের ঘটনা বাড়ছে, তার পেছনেও ভারতীয় অপসংস্কৃতির প্রভাব রয়েছে বলে আমরা মনে করি।”

ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে আবদুল কাদের বলেন, বর্তমানে সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এই উগ্রবাদী মানসিকতা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কা থেকেই তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন।

সাংবাদিক ও কলামিস্ট চৌধুরী মোহাম্মদ কাজল বলেন, “যেভাবে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের সংস্কৃতি নয়। এ ধরনের ঘটনা অতীতে ভারতে ঘটেছে, বাংলাদেশে নয়। সংখ্যালঘুদের হত্যা বা উপাসনালয় ভাঙচুর বাংলাদেশের ইতিহাস ও চর্চার সঙ্গে সাংঘর্ষিক।” তাঁর মতে, ভারতীয় টিভি চ্যানেল ও ইউটিউবারদের নিয়ন্ত্রণ না করা হলে বাংলাদেশে অপসংস্কৃতি ও সহিংসতা আরও বাড়তে পারে।

তিনি বলেন, অতীতে এ বিষয়ে সরকার যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে এখন আর সেই নমনীয়তার সুযোগ নেই। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে পিওবির সদস্য দীপন গাজী, সৈয়দ নাঈম, আলী আহমেদ কাশেমী, মশিউর রহমান লিটন, বুলবুল আহমেদ, রুহুল খান এবং আলোকচিত্রী নিহার সিদ্দিক বক্তব্য দেন।

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সংগঠনের নেতাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

দেশবিরোধী অপপ্রচার রোধে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি
দেশবিরোধী অপপ্রচার রোধে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!