হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরে দেশের মানুষকে স্বাগত জানাতে ঢাকায় আসছেন তারেক রহমানঃ সফর সঙ্গী হিসেবে রয়েছেন যারা

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭৬৫ বার


ঢাকা প্রতিনিধিঃ দীর্ঘ দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পথে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় তিনি সপরিবারে বাসা ত্যাগ করেন।
বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য ছয়টি বিজনেস ক্লাস টিকিট বরাদ্দ রয়েছে। এই ফ্লাইটে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন থাকছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আরও অনেক নেতা-নেত্রী ইকোনমি ক্লাসে ফ্লাইটে যাচ্ছেন। সব মিলিয়ে ৫০ জনের বেশি যাত্রী ফ্লাইটে থাকবেন।
দীর্ঘ যাত্রার মধ্যপথে সিলেটে বিরতি নেওয়ার পর বিমানটি আগামীকাল (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিট অবস্থানের পর তিনি সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন। হাসপাতালে তিনি মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেবেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। হাসপাতাল পরিদর্শনের পর গুলশানের বাসায় ফিরে নিজ বাড়িতে উঠবেন।
দীর্ঘ নির্বাসনের পর এই প্রত্যাবর্তন রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে, যেখানে দেশের রাজনৈতিক ও সাধারণ মানুষও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!