হোম / জাতীয়
জাতীয়

দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯১৪ বার


নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় যুগ পর মাতৃভূমিতে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা হয়েছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের বাসা ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
সব ঠিক থাকলে তিনি আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন। তার দেশে প্রত্যাবর্তনের সঙ্গে মিলিয়ে রাজধানীর পূর্বাচল এলাকায় স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনা আয়োজনের প্রস্তুতি চলছে। বিএনপি আশা করছে, ঢাকায় ৫০ লাখের বেশি নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হবেন।
বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাচ্ছেন তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং দফায় দফায় দলের শীর্ষ নেতারা প্রস্তুতি পরিদর্শন করছেন। দলের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানানো হয়, পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!