হোম / জাতীয়
জাতীয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩২৯২ বার

নিউজ ডেস্কঃ

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি সিলেটে আসবেন এবং সেখান থেকে ঢাকায় পৌঁছাবেন। এ সময় তিনি তার মেয়েকেও সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।

দলের শীর্ষ নেতার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তার নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোকসমাগমের মধ্য দিয়ে তারেক রহমানকে বরণ করা হবে। তিনি জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালের মধ্যবর্তী একটি স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫ ডিসেম্বরই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!