হোম / ধর্ম
ধর্ম

দিঘলিয়ায় সিয়োন এ.জি চার্চে উৎসবমুখর বড়দিন উদযাপন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩৫৭৯ বার


খুলনা প্রতিনিধিঃ
২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দিঘলিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশে বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিঘলিয়ার চন্দনীমহল সিয়োন এ.জি চার্চে দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাইবেল পাঠ, প্রার্থনা, কেক কাটা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিশু ও পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দিঘলিয়ার গির্জাগুলো নবরূপে সজ্জিত করা হয়েছে। আলোকসজ্জা ও সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে চার্চের আশপাশের পরিবেশ দৃষ্টিনন্দন করা হয়েছে।
চার্চের ফাদার ও পালকরা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে এবছরের বড়দিন উদযাপন হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। দিঘলিয়া অফিসার ইনচার্জ শাহ আলম জানান, খ্রিস্টধর্মাবলম্বীদের চার্চে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
বড়দিন উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি রেভা মনি মোহন রায়, সেন্ট মেরিস ক্যাথলিক মিশনের পালক পুরোহিত সেরাফিন সরকার মারকুস হালদার, এলিজাবেদ সরকার, বিএনপি মহিলা দলের নেত্রী পলি আক্তার, সেনহাটি ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গণি শেখ, বুলবুল, ফন্টু প্রমুখ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!