হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল শুনানির তৃতীয় দিনে ৪১ প্রার্থীর প্রার্থিতা বৈধ

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২ বার

নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) ৪১ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।
এদিনের শুনানিতে ২৩ জনের প্রার্থিতা নামঞ্জুর করা হয়, ৫টি আবেদন অপেক্ষামান রাখা হয় এবং ১ জন প্রার্থী আপিল প্রত্যাহার করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়া অনেক প্রার্থী তাদের নির্বাচনী অবস্থান ভালো বলে দাবি করেন। তবে যাদের প্রার্থিতা বহাল হয়নি, তাদের কেউ কেউ রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।
এদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি আগামী ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। আর আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!