হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫১২ বার


নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশানে অবস্থিত চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, দেশে ফেরার পর এই প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ীরা তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানান।
সাক্ষাৎকালে দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীরা একটি সহায়ক, নিরাপদ ও স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তারেক রহমান বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত ও সহনশীল রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!