রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে গভীর নলকূপের অরক্ষিত গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টানা ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। মায়ের সঙ্গে মাঠে গিয়ে অসাবধানতাবশত গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সে ওই গ্রামের কৃষক রাকিবুল ইসলামের একমাত্র সন্তান।
ঘটনার খবর পেয়ে দুপুর আড়াইটায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন এবং এলাকার শত শত মানুষ। দীর্ঘ সময়ের চেষ্টার পরও জীবিত উদ্ধার সম্ভব হয়নি শিশুটিকে।
গতকাল রাতেই সাজিদের মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল ১০টায় বাড়ির পাশের মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। শেষবারের মতো শিশুটিকে দেখতে ভিড় করেছেন প্রতিবেশী ও আশপাশের গ্রামের মানুষ—পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শোকাহত বাবা রাকিবুল ইসলাম বলেন, “যারা এই হাউজিং (গর্ত) করেছেন, তাঁদের অবহেলাতেই আমার কোল খালি হলো। একটা বস্তা দিয়েও যদি মুখটা ঢেকে রাখতেন বা একটা চিহ্ন দিতেন, তবে এ দুর্ঘটনা ঘটত না।” তিনি প্রশাসনিকভাবে সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।
প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে ব্যবস্থা নেওয়া হবে। Meanwhile, কোয়েলহাট পূর্বপাড়া গ্রামজুড়ে এখন শুধুই কান্না আর নিস্তব্ধতা—শেষ বিদায়ের অপেক্ষায় ছোট্ট সাজিদ।

Leave a Reply