হোম / রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগ

তানোরে গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন—জানাজায় হাজারো মানুষের ঢল

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩৫৯০ বার

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত দুই বছরের শিশু সাজিদকে দাফন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে পরিবারের পাশে তাকে দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির পাশে সাজিদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন এলাকার হাজারো মানুষ। জানাজা পড়ান স্থানীয় মাওলানা কাজী মিজানুর রহমান। জানাজার আগে তিনি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্যে এ ধরনের অবহেলাজনিত মৃত্যু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

গত বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামে খেলতে গিয়ে গভীর ও অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের সদস্যরা টানা ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালান। বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত সাজিদ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। জানাজায় অংশ নিয়ে শোকাহত বাবা রাকিবুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই দিন ধরে সবাই দোয়া করেছেন। আবারও দোয়া চাই। অন্যের অবহেলার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।”

শিশুটির মৃত্যুতে পুরো কোয়েলহাট গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, নিরাপত্তাহীনভাবে ফেলে রাখা গর্তই夺ো বছরের সাজিদের প্রাণ কেড়ে নিয়েছে। সবাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!