রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর পৌর এলাকার বিভিন্ন মহল্লা ও গোল্লাপাড়া বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, তানোর পৌর বিএনপির নেতা আব্দুল মালেক মন্ডল এবং তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মোল্লা। এ সময় বিএনপির নেতা আবুল হাসেমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই তানোর পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজশাহী বিভাগ
তানোরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৮২০৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
12 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
17 minutes আগে

Leave a Reply