হোম / ঢাকা বিভাগ
ঢাকা বিভাগ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন আসিফ মাহমুদ সজীব

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৪২৩৭ বার
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন আসিফ মাহমুদ সজীব

ডেস্ক নিউজঃ

সদ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার দুপুর পৌনে ১২টায় নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই ঘোষণা দেন।

ভিডিওতে আসিফ মাহমুদ সজীব বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।”

তিনি আরও বলেন, “সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। এ লড়াই সহজ নয়, কিন্তু মতিউর রহমান, ফেলানি, আবু সাইদ, মুগ্ধসহ অনেকে দেশের জন্য জীবন দিয়ে লড়াই করে গেছেন। আমি এই লড়াই চালিয়ে যেতে চাই। সবাই আমার পাশে থাকবেন।”

তার এই ঘোষণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ও আলোচনার ঝড় ওঠে। আসন্ন নির্বাচনে ঢাকা-১০ আসনে তার প্রার্থীতা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!