আন্তর্জাতিক ডেস্কঃ
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ওই মেডেল গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে মাচাদো বলেন, “আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।” পরে সাংবাদিকদের তিনি জানান, ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বিশেষ অঙ্গীকারের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি এই মেডেল উপহার দিয়েছেন।
মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক মার্কিন জেনারেলকে একসময় ভেনেজুয়েলার মুক্তিযোদ্ধা নেতা সিমন বলিভার একটি মেডেল উপহার দিয়েছিলেন—দুই দেশের জনগণের বন্ধুত্বের প্রতীক হিসেবে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেই তিনি ট্রাম্পকে নোবেল মেডেলটি দিয়েছেন।
বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য “একটি সাহসী কণ্ঠস্বর”। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার মাঠপর্যায়ের বাস্তবতা সরাসরি জানার বিষয়ে আগ্রহী।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। যুক্তরাষ্ট্র বর্তমানে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়ে কাজ করছে। অন্যদিকে, মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে নিজেদের বিজয়ের দাবি করে আসছে।
এদিকে ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রথম ধাপে তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও এগিয়ে চলছে।
ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সফরের আগ্রহ প্রকাশ করে বলেছেন, প্রয়োজনে তিনি ওয়াশিংটনে যাবেন “মাথা উঁচু করে”।
এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল ‘উপহার’ দেওয়ার ঘটনাটি ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট স্পষ্ট করে জানিয়েছে—একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না; এ সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী।
আন্তর্জাতিক
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মাচাদো
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply